বাউফলে ডেভিলহান্ট অভিযানে ছাত্রলীগ নেতা গ্রেফতার

Date: 2025-08-13
news-banner
বাউফল সংবাদদাতা :
পটুয়াখালীর বাউফলে ‘ডেভিলহান্ট’ অভিযানে জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক মান্না হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় স্থানীয়দের হামলায় এক পুলিশ সদস্য ও গাড়িচালক আহত হয়েছেন। মঙ্গলবার (১৩ আগস্ট) রাত সোয়া ৮টার দিকে ধুলিয়া ইউনিয়নের হাওলাদার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতাকৃত মান্না হাওলাদার ধুলিয়া ইউপির সাবেক চেয়ারম্যান আবদুর রব হাওলাদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালী জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক মাহবুব হাওলাদারকে ধরতে অভিযান চালায় বাউফল থানা পুলিশ। গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা ভিড় জমায় এবং ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার করে পুলিশের ওপর হামলা চালায়। এতে উপ-পরিদর্শক (এসআই) মাসুদুর রহমান ও পুলিশের ভাড়াকৃত সিএনজি চালক তামিম হোসেন দুলাল আহত হন।
এসআই মাসুদুর রহমান বলেন, “স্থানীয়রা আমাদের ঘিরে ধরে ডাকাত সন্দেহে হামলা চালায় ও ধস্তাধস্তি হয়। পরে পাশের পুলিশ ফাঁড়ি থেকে অতিরিক্ত ফোর্স এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওয়াকিটকি ও অস্ত্র দেখিয়ে পরিচয় দেওয়ার পর সবাই নিশ্চিত হয়।”
গাড়িচালক তামিম জানান, হামলাকারীরা তার পোশাক ছিঁড়ে ফেলে ও মারধর করে। পরে অতিরিক্ত পুলিশ আসলে পরিস্থিতি শান্ত হয়।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান সরকার বলেন, “মান্না হাওলাদারকে ডেভিলহান্ট অভিযানে গ্রেফতার করা হয়েছে।”
advertisement image

Leave Your Comments