রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলাকে কবর থেকে তুলে আগুন

Date: 2025-09-05
news-banner
অনলাইন ডেক্স :
জেলা রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলার মরদেহ কবর থেকে তুলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় দরবারেও হামলা চালিয়ে অগ্নিসংযোগ করা হয়।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে উত্তেজিত জনতা দরবারে হামলা চালায়। এতে আহত হন দুই পক্ষের শতাধিক মানুষ।WLK3Kcn.jpeg
স্থানীয়রা জানান, গত ২৩ আগস্ট গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে নুরাল পাগলার মৃত্যুর পর তাকে মাটি থেকে প্রায় ১২ ফুট উঁচুতে কাবা শরিফের আদলে তৈরি এক কবরস্থানে দাফনের কাজ সম্পন্ন করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে রাজবাড়ীর সকলস্থানে তীব্র উত্তেজনা বিরাজ করছিল। ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে আন্দোলনে নামেন তৌহিদি জনতার ব্যানারে।
আজ শুক্রবার স্থানীয় ঈদগাহ ময়দানেও বিক্ষোভ সমাবেশ করেন তারা। পরে মিছিল বের করে নুরাল পাগলার দরবারে হামলা চালানো হয়। পাল্টা প্রতিরোধে নামেন দরবারের ভক্তরা। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। জনতা নুরাল পাগলার মরদেহ তুলে ঢাকা-খুলনা মহাসড়কের ওপর এনে তা আগুন দিয়ে পুড়িয়ে দেয়।
  1. প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সংঘর্ষে শতাধিক মানুষ আহত হন। গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন ২২ জন। সেখান থেকে ১৯ জনকে  আহত অবস্থায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে উপজেলা নির্বাহী অফিসারেরও গাড়ি ও পুলিশ পিকআপ ভাঙচুর করা হয়। বর্তমানে গোয়ালন্দে সেনা সদস্যসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং এলাকার নিরাপত্তা বাড়ানো হয়েছে।z8c6rTC.jpeg
  1. এ বিষয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. শরীফ আল রাজীব বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
৮০ দশকে নুরাল পাগলা নিজ বাড়িতে দরবার শরিফ করেন এবং নিজেকে ইমাম মাহদী দাবি করতেন বলে অভিযোগ রয়েছে। তার এমন কর্মকাণ্ড নিয়ে এলাকাবাসীর মধ্যে দীর্ঘদিন ধরেই বিতর্ক ও ক্ষোভ আসছিলো। 
advertisement image

Leave Your Comments