আলুর ন্যূনতম দাম ২২ টাকা, ৫০ হাজার টন আলু কিনবে সরকার

Date: 2025-08-27
news-banner

বরিঅনলাইন ডেস্ক:
দেশের আলুচাষিদের স্বার্থ সুরক্ষায় হিমাগারের গেটে প্রতি কেজি আলুর সর্বনিম্ন মূল্য ২২ টাকা নির্ধারণ করেছে সরকার। পাশাপাশি সরকারি উদ্যোগে ৫০ হাজার টন আলু ক্রয়ের ঘোষণা দেওয়া হয়েছে। বুধবার (২৭ আগস্ট) কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।F2KpsZB.jpeg

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে আলুর বিক্রয়মূল্য উৎপাদন খরচের তুলনায় কম হওয়ায় চাষিরা ক্ষতির মুখে পড়ছেন। এ পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার নির্দেশনায় কৃষি মন্ত্রণালয়ের সচিবকে সভাপতি এবং বাণিজ্য মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় ও অর্থ বিভাগের সচিবকে সদস্য করে একটি চার সদস্যবিশিষ্ট পর্যালোচনা কমিটি গঠন করা হয়।কমিটির সুপারিশের আলোকে সরকার তিনটি সিদ্ধান্ত নিয়েছে—
ক) হিমাগারে আলুর কেজিপ্রতি সর্বনিম্ন মূল্য ২২ টাকা নির্ধারণ।PViy3d5.jpeg
খ) সরকারি উদ্যোগে ৫০ হাজার টন আলু ক্রয় ও সংরক্ষণ করে আগামী অক্টোবর-নভেম্বর মাসে বাজারে সরবরাহ।
গ) আগামী মৌসুমে আলুচাষিদের জন্য প্রণোদনা প্রদান।

কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, এ সিদ্ধান্তের ফলে আলুর ন্যায্যমূল্য নিশ্চিত হবে এবং কৃষকরা উৎপাদনে উৎসাহিত হবেন।


advertisement image

Leave Your Comments