দেশের প্রথমবার: তিন জেলা পানি সংকটাপন্ন এলাকা ঘোষণা
Date: 2025-08-26
অ-অ+
অনলাইন ডেক্স:
বাংলাদেশে প্রথমবারের মতো পানি আইনের অধীনে তিন জেলা পানি সংকটাপন্ন এলাকা
হিসেবে ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) তথ্য অধিদপ্তরের এক বিবরণীতে
জানানো হয়, বাংলাদেশ পানি আইন ২০১৩-এর ধারা ১৭ ও ১৯ অনুসারে জরিপ ও
অনুসন্ধান শেষে উত্তর-পশ্চিম হাইড্রোলজিক্যাল অঞ্চলের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলাকে পানি সংকটাপন্ন ঘোষণা করা হয়েছে। ঘোষিত এলাকায় মোট ২৫টি উপজেলার ২১৫টি ইউনিয়নের মধ্যে ৪৭টি ইউনিয়নকে (১,৫০৩টি মৌজা) অতি উচ্চ পানি সংকটাপন্ন হিসেবে চিহ্নিত করা হয়েছে। ২৫ আগস্ট ঢাকার গ্রিন রোডের ওয়ারপো
ভবনে জাতীয় পানি সম্পদ পরিষদের নির্বাহী কমিটির ১৮তম সভায় এ সিদ্ধান্ত
নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
উপস্থিত ছিলেন কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম
চৌধুরী, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, পানি সম্পদ
মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোকাব্বির হোসেনসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব
ও সংস্থার প্রধানরা।
এছাড়া, চট্টগ্রামের পটিয়া উপজেলার তিনটি ইউনিয়ন ও একটি পৌরসভাকেও (মোট ১২টি মৌজা) অতি উচ্চ পানি সংকটাপন্ন এলাকা
হিসেবে ঘোষণা করা হয়েছে। পানি আইন অনুযায়ী এসব এলাকায় পানির ব্যবহার
নিয়ন্ত্রণ করা হবে এবং আগামী এক মাসের মধ্যে পানি সরবরাহ নিশ্চিত করতে
করণীয় নির্ধারণে একটি কমিটি গঠন করা হবে।
নোয়াখালী জেলার সুবর্ণচরে পানির প্রাপ্যতা যাচাইয়ে সমীক্ষা চালানো হবে। চলমান ৫০ জেলার পাশাপাশি আরও ১৪ জেলায় ভূগর্ভস্থ পানির প্রাপ্যতা যাচাই কার্যক্রম শুরু হবে। আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ দুটি জলাভূমি টাঙ্গুয়ার হাওর ও হাকালুকি হাওরের জন্য প্রথমবারের মতো ‘হাওর প্রতিবেশ সুরক্ষা আদেশ’ জারি করা হবে। এর আওতায় পর্যটন নিয়ন্ত্রণের পাশাপাশি কৃষি, মৎস্য ও বনায়ন খাতে করণীয় নির্ধারণ করা হবে। এ সময় পানি আইন ২০১৩-এর দুর্বলতা চিহ্নিত করে সংশোধনের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি শিল্পখাতে পানি ব্যবহারে নিয়ন্ত্রণ আনতে ‘পানি ব্যবস্থাপনা নীতি ২০২৫’-এর খসড়া চূড়ান্ত করা হয়।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more