ডিআরইউতে ‘মঞ্চ ৭১’-এর অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, লতিফ সিদ্দিকীসহ আটক কয়েকজন

Date: 2025-08-28
news-banner

অনলাইন ডেক্স: 

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) মুক্তিযোদ্ধাদের নতুন প্ল্যাটফর্ম ‘মঞ্চ ৭১’ আয়োজিত অনুষ্ঠানে ব্যাপক উত্তেজনা দেখা দেওয়ার পর সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। আটকদের মধ্যে আওয়ামী লীগের একাধিক নেতা রয়েছেন বলে জানা গেছে, তবে তাৎক্ষণিকভাবে অন্যদের নাম-পরিচয় পাওয়া যায়নি। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ১২টার দিকে ডিআরইউর শফিকুল কবির মিলনায়তনে এ ঘটনা ঘটে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ গণমাধ্যমকে জানান, আটক ব্যক্তিদের শাহবাগ থানায় নেওয়া হচ্ছে। শাহবাগ থানার এসআই রাশেদ বলেন, “এখন তো এখান থেকে তাদের নিয়ে যাওয়া ছাড়া বিকল্প নেই। পরে সিনিয়র কর্মকর্তারা সিদ্ধান্ত নেবেন।”

এদিন সকালে ‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করেছিল ‘মঞ্চ ৭১’। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল গণফোরামের সাবেক সভাপতি ড. কামাল হোসেনের, তবে তিনি আসেননি।

বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা জানান, অনুষ্ঠান চলাকালে ২০-২৫ জন যুবক হট্টগোল শুরু করে এবং উপস্থিতদের ঘিরে ফেলে। যদিও শারীরিকভাবে কাউকে আঘাত করা হয়নি। পরে দুপুরে এডিসি আসাদের নেতৃত্বে পুলিশ লতিফ সিদ্দিকীসহ কয়েকজনকে ভ্যানে তুলে নিয়ে যায়। ঘটনাস্থলে দেখা যায়, একটি টেবিল ভাঙা অবস্থায় পড়ে আছে এবং উপস্থিতদের মধ্যে কেউ কেউ হৈ-চৈ করছেন। জানা গেছে, ‘জুলাই যোদ্ধা’ ব্যানারে আল আমিন রাসেলের নেতৃত্বে একদল ব্যক্তি অনুষ্ঠানস্থল ঘেরাও করে লতিফ সিদ্দিকী ও অন্যদের অবরুদ্ধ করেন।

উল্লেখ্য, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধ ও মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষার দাবিতে ‘মঞ্চ ৭১’ নামের প্ল্যাটফর্মটি গত ৫ আগস্ট আত্মপ্রকাশ করে। এর সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক আবদুল্লাহ আল মাহমুদ (বীর প্রতীক) ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না।


advertisement image

Leave Your Comments