গালি দিয়ে চাকরি গেল কর কমিশনারের

Date: 2025-08-10
news-banner

অনলাইন ডেক্স :

প্রধান সড়কে কর্তব্যরত ট্রাফিক সার্জেন্টকে গালিগালাজ করে সাময়িক বরখাস্ত হয়েছেন ঢাকার কর অঞ্চল ২৫-এর সহকারী কমিশনার ফাতেমা বেগম।রোববার অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের প্রজ্ঞাপনে তাকে সাময়িক বরখাস্ত করার কথা জানানো হয়েছে। ঘটনাটি ঘটেছিলো গত ১২ এপ্রিল। সেদিন স্বামীর সঙ্গে ফাতেমা বেগম যাওয়ার সময় তাদের গাড়ির কাগজপত্র দেখতে চান ট্রাফিক সার্জেন্ট শাহ জামাল। যেখানে সার্জেন্টকে লক্ষ্য করে ফাতেমা বেগমকে বাজে ধরনের গালমন্দ করার কটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেইদিনের ঘটনা তুলে ধরে অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, রাত ৮টার দিকে ট্রাফিক সার্জেন্ট শাহ জামাল তাদের টয়োটা গাড়িটির গতিরোধ করেন। ওই সময় ফাতেমা বেগম গাড়ির কাগজপত্র ঠিক আছে বলে সেগুলো সার্জেন্টকে দেখাতে চাননি। “ট্রাফিক সার্জেন্ট পুনরায় কাগজপত্র দেখতে চাইলে ফাতেমা বেগম গাড়ি থেকে বের হয়ে ট্রাফিক সার্জেন্টকে অকথ্য ভাষায় (নিচু জাতের বাচ্চা, ফকিন্নির বাচ্চা, সারাজীবন ঘুষ খাইছোস ইত্যাদি) গালমন্দ করেন। এর পরিপ্রেক্ষিতে সার্জেন্ট শাহ জামাল তার বিরুদ্ধে লালবাগ থানায় একটি মামলা করেন।” মামলার প্রজ্ঞাপনে বলা হয়, ট্রাফিক সার্জেন্টকে গালিগালাজ করায় ফাতেমা বেগমের বিরুদ্ধে ‘অসদাচরণের’ দায়ে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। “সে অনুযায়ী সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী ফাতেমা বেগম কে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।” বলে উল্লেখ করা হয়। 

advertisement image

Leave Your Comments