গাজীপুরের শ্রীপুরে জশনে জুলুসে মিলাদুন্নবী উদযাপন

Date: 2025-09-05
news-banner
গাজীপুর সংবাদাতা:
জেলা গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তায় জশনে জুলুসে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকালে শোভাযাত্রাটি মহাসড়কের উড়াল সেতু প্রদক্ষিণ করে পুলিশ বক্সে এসে শেষ হয়। 
কর্মসূচিতে অংশগ্রহণ করেন কেওয়া গাউছিয়া শফি মঞ্জিল, দরবেশ আহাদ আলী আকন্দ (আহাদ চাঁন) শ্রীপুরী (রহ:), ওয়াহাব আকন্দ পাক দরবার শরীফ, খানকারের চিশতিয়া রহমানিয়া দরবার শরীফ, বরিয়াবরী পাক দরবার শরীফ, বাংড়া পাক দরবার শরীফ, কড়ইতলা পাক দরবার শরীফ, সিঙ্গার দীঘি পাক দরবার শরীফ, আত্মশুদ্ধি পাক দরবার শরীফ, গাউছিয়া গফুরিয়া লোহাগাছ পাক দরবার শরীফ ও প্রেম নগরীর প্রতিনিধিসহ বিভিন্ন তরিকার স্থানীয় ওলামা, মাশায়েখ, আশেক ভক্তবৃন্দ। কর্মসূচির আহ্বায়ক আব্দুস সাত্তার চিশতী ও মোহাম্মদ শহীদুল্লাহ জানান,  শ্রীপুরের মাওনা চৌরাস্তায় এবার এ অনুষ্ঠানটি তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হলো।
advertisement image

Leave Your Comments