জ্ঞান ফিরেছে ভিপি নুরের; বিকালে বিক্ষোভের ডাক

Date: 2025-08-30
news-banner

অনলাইন ডেক্স: 

গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের জ্ঞান ফিরেছে। তবে তিনি এখনও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। শনিবার (৩০ আগস্ট) রাতে নুরুল হক নুরের অফিসিয়াল ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়, শুক্রবার রাতে হামলার শিকার হওয়ার পর নুরুল হক নুরকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন। তার কিছুটা হুঁশ ফিরেছে। সবাইকে তার জন্য দোয়া করার আহ্বান জানানো হয়েছে। এ ঘটনায় বিকালে রাজধানীতে বিক্ষোভ মিছিলেরও ডাক দিয়েছে গণ অধিকার পরিষদ।

উল্লেখ্য, শুক্রবার রাতে রাজধানীতে নুরুল হক নুরের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটে। এতে তিনি গুরুতর আহত হন। 


advertisement image

Leave Your Comments