খুলনার রুপসায় বাড়ীর সামনে যুবককে গুলি করে হত্যা

Date: 2025-09-05
news-banner

অনলাইন ডেক্স: 

বিভাগীয় শহর খুলনার রূপসায় বাড়ির সামনে দুর্বৃত্তের গুলিতে ইমরান হোসেন মানিক (৩৪) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ( সেপ্টেম্বর) রাতে রূপসা উপজেলার খুলনা-মোংলা মহাসড়কের জয়পুর গ্রামে এয়ারটেল ভবনের সামনে ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রাতে ভ্যানযোগে মানিক রুপসার ইলাইপুরের দিকে যাচ্ছিলেন। এসময় কয়েকজন দুর্বৃত্ত তার গতিরোধ করে একাধিক গুলি করে। একটি গুলি মাথায় বিদ্ধ হলে ঘটনাস্থলেই তিনি মারা যান মানিক। গুলির শব্দে স্থানীয়রা এগিয়ে এসে তার মরদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ আসে।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন,, তার বাড়ির সামনেই মাথায় গুলি করে মানিককে হত্যা করা হয়েছে। সে স্থানীয় একটি শীর্ষ সন্ত্রাসী গ্রুপের সদস্য ছিলেন। অভ্যন্তরীণ দ্বন্দ্বে হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 


advertisement image

Leave Your Comments