মীর হোসেনের জানাজায় কান্না করা সুধীর বাবু মারা গেছেন

Date: 2025-08-26
news-banner

কুমিল্লার চৌদ্দগ্রাম সংবাদদাতা :

বন্ধুর জানাজায় কান্নায় ভাইরাল হওয়া সেই সুধীর চন্দ্র দাস আর নেই। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার গুণবতী ইউনিয়নের চাপাচৌ গ্রামের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৭০ বছর।

তার ছেলে অর্জুন চন্দ্র দাস জানান, সুধীর বাবু দুই ছেলে ও পাঁচ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার রাতেই গ্রামের বাড়িতে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।

অর্জুন চন্দ্র দাস বলেন, “আমার বাবা আর মীর হোসেন চাচা ছোটবেলা থেকেই একসঙ্গে আড্ডা ও খেলাধুলা করে বড় হয়েছেন। পরবর্তীতে গুণবতী বাজারে ব্যবসা করতেন দুজন। সময় পেলেই ঘণ্টার পর ঘণ্টা আড্ডা দিতেন। চাচার মৃত্যু বাবাকে ভীষণ কষ্ট দিয়েছিল।”

উল্লেখ্য, ২০২১ সালের ৮ সেপ্টেম্বর গুণবতী বাজারের ব্যবসায়ী মীর হোসেন সওদাগরের মৃত্যু হলে তার জানাজায় অংশ নেন আজীবন বন্ধু সুধীর বাবু। জানাজায় অংশ নিয়ে মাঠের একপাশে বসে অশ্রু বিসর্জন দেন তিনি। সেই ছবি-ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। মানবিক বন্ধুত্বের সেই অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী সুধীর বাবুর মৃত্যুর খবরে এলাকায় নেমে এসেছে। 

advertisement image

Leave Your Comments