মব ভায়োলেন্স ঠেকাতে সরকার কি পদক্ষেপ নিয়েছে; মার্কিন দূতাবাস চার্জ জ্যাকবসন

Date: 2025-09-01
news-banner

অনলাইন ডেক্স: 

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য মব ভায়োলেন্স ঠেকাতে সরকার কী পদক্ষেপ নিয়েছে তা জানতে চেয়েছেন ঢাকায় মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্র্যাসি অ্যান জ্যাকবসন। সোমবার (১ সেপ্টেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে তিনি এ প্রশ্ন তোলেন। জবাবে সিইসি বলেন, একদিনে ৩০০ আসনে ভোট হলে মানুষ নিজ নিজ এলাকায় ছড়িয়ে পড়বে, ফলে মব গঠনের সুযোগ কমে যাবে। তিনি আরও বলেন, “যারা মব সৃষ্টি করতে চাইবে তারা সুবিধা করতে পারবে না।”

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলে সিইসি জানান, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি ইসির নিয়ন্ত্রণে থাকবে। তিনি বলেন, পুলিশ প্রশাসন, সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে নির্বাচন সুষ্ঠু করতে কাজ করবে কমিশন। সিইসি আরও বলেন, বাংলাদেশে গুজবের সংস্কৃতি আছে, তবে নির্বাচনকালীন সময়ে গুজব প্রতিরোধে সতর্ক পদক্ষেপ নেওয়া হবে। বৈঠকে মার্কিন দূতাবাসের রাজনীতি প্রধান ডেভিড মু এবং রাজনৈতিক বিশ্লেষক ফিরোজ আহমেদ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত বৃহস্পতিবার বৈঠকটি হওয়ার কথা থাকলেও ছাত্র আন্দোলনের কারণে তা পিছিয়ে যায়।


advertisement image

Leave Your Comments