মাইটিভি'র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নাসির উদ্দীন সাথী গ্রেফতার

Date: 2025-08-17
news-banner

অনলাইন ডেক্স :

মাইটিভি'র (বেসরকারি টেলিভিশন চ্যানেল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নাসির উদ্দীন সাথীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার (১৭ আগস্ট) রাত ৮টায় রাজধানীর গুলশানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর ডিবির যুগ্ম কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম।

তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলার আসামি নাসির উদ্দীন সাথী। মাইটিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কে সেই মামলায় গ্রেফতার করা হয়েছে।

আগামীকাল (১৮ আগস্ট) তাকে আদালতে নেয়া হবে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হবে। 

advertisement image

Leave Your Comments