অনলাইন ডেক্স:
সিলেটে লুট হওয়া সাদা
পাথর নিজ উদ্যোগে ও নিজ নিজ খরচে পর্যটনকেন্দ্রে পৌছে দেওয়ার আলটিমেটাম দিয়েছে
সিলেট জেলা প্রশাসন। আগামী মঙ্গলবার
(২৬ আগস্ট) বিকেল ৫টার মধ্যে লুট হওয়া সাদা পাথর ফিরিয়ে না দিলে সংশ্লিষ্টদের
বিরুদ্ধে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা।
শনিবার
(২৩ আগস্ট) সিলেটের কোম্পানীগঞ্জ ও সদর উপজেলার
স্থানীয় জনপ্রতিনিধি ও ব্যবসায়ীদের সঙ্গে
এক বৈঠকে এ আলটিমেটাম জানিয়ে দেওয়া হয়। সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পদ্মাসন সিংহ এ তথ্য নিশ্চিত
করেছেন। এই নির্দেশনা বাস্তবায়নে ইতিমধ্যে সংশ্লিষ্ট দুই
উপজেলায় মাইকিং করা হয়েছে। তাছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের ফেসবুক পেজ (সামাজিক মাধ্যম) থেকেও বিষয়টি প্রচার করা হয়েছে।
সংশ্লিষ্ট
সূত্র জানায়, লুট
হওয়া পাথর উদ্ধারে শনিবার কোম্পানীগঞ্জ ও সিলেট সদর
উপজেলায় স্থানীয় জনপ্রতিনিধি ও ব্যবসায়ীদের সঙ্গে
আয়োজিত সভায় তিনটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার মধ্যে রয়েছে মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেল
৫টার মধ্যে যাদের কাছে সাদা পাথর রয়েছে তারা নিজ উদ্যোগে এবং নিজ খরচে ভোলাগঞ্জ সাদাপাথর এলাকায় পৌঁছে দেবেন। যেহেতু জনপ্রতিনিধিরা সরকারের অংশ তাই এ পাথর উদ্ধারে
তাদেরও দায় রয়েছে। যার যার এলাকায় খোঁজখবর নিয়ে পাথর ভোলাগঞ্জে পৌঁছানোর বিষয়ে উদ্যোগ নেবেন জনপ্রতিনিধিরা।
অতিরিক্ত
জেলা প্রশাসক (সার্বিক) পদ্মাসন সিংহ বলেন, কোম্পানীগঞ্জ ও সিলেট সদর
উপজেলা ব্যবসায়ী ও জনপ্রতিনিধিদের নিয়ে ইতিমধ্যে বৈঠক শেষ হয়েছে। সিদ্ধান্ত মোতাবেক যাদের
কাছে পাথর রয়েছে মঙ্গলবার বিকেল
৫টার মধ্যে ভোলাগঞ্জ ১০ নম্বর ঘাট
ডাম্পিং স্টেশনে নিজ নিজ উদ্যোগে পাথর ফেরত পাঠাতে হবে। ফেরত না পাঠালে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।