অনলাইন ডেক্স:
ডিপ্লোমা প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (২৭ আগস্ট) রাত ১০টার দিকে শাহবাগে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে দেখা করে তিনি এ দুঃখ প্রকাশ করেন।
ডিএমপি কমিশনার বলেন, “আজ হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে যে অপ্রীতিকর ঘটনা ঘটানো হয়েছে, সেই ঘটনার জন্য আমি এই ঢাকা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার হিসেবে অত্যন্ত দুঃখিত এবং দুঃখ প্রকাশ করছি। আজকের এই অপ্রীতিকর ঘটনার জন্য আমি আগামীকাল (বৃহস্পতিবার) একটি তদন্ত কমিটি গঠন করবো।”
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, “তোমাদের সবাইকে অনেক অনেক স্নেহ-ভালোবাসা। তোমরা ভালো থাকো, আমি এই কামনা করি।”
এসময় রংপুরে ডিপ্লোমা শিক্ষার্থীদের ওপর হামলার প্রসঙ্গও উল্লেখ করেন তিনি। বলেন, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সঙ্গে কথা হয়েছে এবং সেখানকার ঘটনায় দায়ের হওয়া জিডির আসামিকে দ্রুত গ্রেফতার করার আশ্বাস দেওয়া হয়েছে।
তিন দফা দাবিতে আন্দোলনে নামা ডিপ্লোমা প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে রাজধানীর শাহবাগে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে বুধবার সন্ধ্যায়। এসময় কয়েকজন শিক্ষার্থী আহত হন।