সিলেটে সাদাপাথরে লুট বিএনপি নেতার

Date: 2025-08-12
news-banner

অনলাইন ডেক্স :

গত জুলাই আগস্টের আন্দোলনে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে সিলেটে সাদাপাথর লুটপাটের হিরিক পড়ে। ওই ঘটনায় সিলেট কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিনের পদ স্থগিত করেছে বিএনপি। রোববার রাতে বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক তথ্যে জানানো হয়েছে। সেখানে উল্লেখ করা হয়, "চাঁদাবাজি, দখলবাজিসহ বিএনপির আদর্শ ও নীতি পরিপন্থি অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিনের সকল পদ স্থগিত করা হয়েছে।তার স্থানে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মান্নানকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে। এই সিদ্ধান্ত কার্যকর থাকবে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত। এ ঘটনায় পদ হারানো সাহাব উদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। পর্যটনকেন্দ্র সাদাপাথর হিসেবে পরিচিত ধলাই নদের উৎসমুখে বিপুল পরিমাণ পাথর জমা হয়। লাগামহীন লুটপাটের কারণে পাথর শূন্য হয়ে পড়েছে দেশের অন্যতম পর্যটন কেন্দ্রটি। দিন রাতে প্রকাশ্যেই এস পাথর নৌকায় ভরে নিয়ে যায় প্রতিদিন শত শত নৌকা।  এছাড়া নদী বালি খুঁড়েও লুটপাট চলছে প্রতিনিয়ত।  ২০২৪ সালের ৫ আগস্টের পরিবর্তনের পর থেকেই সিলেটের সাদাপাথরে শুরু হয় ব্যাপক লুটপাট। আর এই লুটপাটে বিএনপির একাধিক নেতাকর্মীর সম্পৃক্ততার অভিযোগ ওঠে।

advertisement image

Leave Your Comments