সুদানে ভূমিধস নিহত ১ হাজার, ১টি গ্রামে বেঁচে আছেন ১জন

Date: 2025-09-02
news-banner

অনলাইন ডেক্স: 

সুদানের পশ্চিম দারফুর অঞ্চলে ভয়াবহ ভূমিধসে এক হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। বিদ্রোহী গোষ্ঠী সুদান লিবারেশন মুভমেন্ট/আর্মি (এসএলএম/এ) সোমবার (১ সেপ্টেম্বর) রাতে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। তাদের দাবি, এ দুর্ঘটনায় প্রাণে বেঁচে গেছেন মাত্র একজন।

তাদের ভাষ্য অনুযায়ী, কয়েক দিনের টানা ভারী বৃষ্টির পর গত রোববার (৩১ আগস্ট) দারফুরের মাররা পর্বতমালার তারাসিন গ্রামে ভূমিধস ঘটে। মুহূর্তেই পুরো গ্রাম মাটির নিচে চাপা পড়ে নিশ্চিহ্ন হয়ে যায়।

বিবৃতিতে বলা হয়, প্রাথমিক হিসাবে গ্রামটির সব বাসিন্দা, অর্থাৎ এক হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। ভূমিধসের তীব্রতায় আশপাশের একটি বড় অংশও ধ্বংস হয়ে যায়। একসময় লেবু ও কমলাসহ নানা সাইট্রাস ফল উৎপাদনের জন্য পরিচিত ছিল এলাকা।

দুর্যোগে হতাহতদের উদ্ধারে জাতিসংঘসহ আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোর কাছে জরুরি সহায়তার আহ্বান জানিয়েছে সংগঠনটি। 

উল্লেখ্য, সুদান বর্তমানে টানা তৃতীয় বছরের মতো গৃহযুদ্ধে নিমজ্জিত। সংঘাত ও দুর্ভিক্ষে দেশটিতে বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে। বিশেষ করে দারফুরের বিভিন্ন অঞ্চলে পরিস্থিতি চরমে পৌঁছেছে। এ বছরের মার্চে সেনাবাহিনী রাজধানী খার্তুমের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে দারফুরে, বিশেষত এল-ফাশের এলাকায়, সংঘর্ষ আরও তীব্র আকার ধারণ করেছে।


advertisement image

Leave Your Comments