অনলাইন ডেক্স:
বরিশাল নগরীর পোর্ট রোডের একটি অভিজাত আবাসিক হোটেল থেকে জনপ্রিয় টিকটকার মাহিয়া মাহিকে এক পুরুষ সঙ্গীসহ আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। এ ঘটনায় শহরজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে চলছে তুমুল আলোচনা-সমালোচনা।
বুধবার (২৭ আগস্ট) দিবাগত রাতে পুলিশের নিয়মিত চেকিং অভিযানে কোতোয়ালি থানার একটি টিম হঠাৎ ঢুকে পড়ে হোটেল রোদেলায়। সেখানে একটি কক্ষে ‘স্বামী-স্ত্রী’ পরিচয়ে অবস্থান করছিলেন মাহিয়া মাহি ও তার পুরুষ সঙ্গী। একই কক্ষে ছিলেন আরও এক তরুণী। পুলিশ তিনজনকেই আটক করে থানায় নিয়ে যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাহি পুরুষ সঙ্গীকে স্বামী দাবি করলেও কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। ফলে তাদের থানায় আনা হয় যাচাই-বাছাইয়ের জন্য।
কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান গণমাধ্যমকে বলেন, “হোটেল রোদেলা থেকে দুই তরুণী ও এক পুরুষকে আটক করা হয়েছে। তারা নিজেদের স্বামী-স্ত্রী দাবি করেছে। তবে কাগজপত্র না থাকায় বিষয়টি যাচাই করা হচ্ছে।” এদিকে, মাহিয়া মাহি ও তার সহযোগীদের থানায় আনার খবরে সাংবাদিকরা হোটেল রোদেলার সামনে ভিড় করলে উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগ উঠেছে, মাহির সঙ্গীরা সাংবাদিকদের ওপর চড়াও হওয়ার চেষ্টা করেন এবং ক্যামেরা কেড়ে নেওয়ার অপচেষ্টাও করেন।
উল্লেখ্য, টিকটকে নানা অশ্লীল ও বিতর্কিত ভিডিও কনটেন্ট তৈরি করে ইতোমধ্যেই আলোচনায় আসেন মাহিয়া মাহি। একাধিকবার নেটিজেনদের সমালোচনার মুখে পড়লেও এবার হোটেল কাণ্ডে নতুন করে সমালোচনার ঝড় উঠেছে তার বিরুদ্ধে।