৩দফা দাবিতে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা

Date: 2025-08-28
news-banner
অনলাইন ডেক্স: 
তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশের সকল প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে চলমান ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে বিএসসি ইঞ্জিনিয়ারদের সংগঠন ‘প্রকৌশলী অধিকার আন্দোলন’। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে। একই সঙ্গে আগামী সপ্তাহের শুরু থেকে দেশের বিভাগীয় শহরগুলোতে সমাবেশ করারও ঘোষণা দিয়েছে সংগঠনটি।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন ‘প্রকৌশলী অধিকার আন্দোলন’-এর সভাপতি মোহাম্মদ ওয়ালী উল্লাহ। 
সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রকৌশলীদের ন্যায্য তিন দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এবং প্রয়োজনে কর্মসূচির পরিধি আরও বিস্তৃত করা হবে।



advertisement image

Leave Your Comments