অনলাইন ডেক্স:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জন্য দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার (২৯ আগস্ট)। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে সকাল সাড়ে ৯টায় এ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক এস এম আসাদুজ্জামান। তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কোর ও প্রশিক্ষকদের নিয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, আনোয়ারুল ইসলাম সরকার ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
জানা গেছে, এ দু’দিনের কর্মসূচিতে ৭৫ জন কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হবে। আগামী সেপ্টেম্বর থেকে শুরু হবে প্রশিক্ষক তৈরির বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম, যা চলবে অক্টোবরে পর্যন্ত। এই সময়ে প্রায় ১৫০ ব্যাচে মোট ৩ হাজার ৬০০ কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হবে।
এ কর্মকর্তারাই পরবর্তীতে ভোটগ্রহণ কর্মকর্তাসহ প্রায় ১০ লাখের মতো জনবলকে প্রশিক্ষণ প্রদান করবেন। প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়নে প্রায় ১০০ কোটি টাকার ব্যয় ধরা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।