১০ ভরি সোনা ফিরিয়ে দিলেন অটো চালক

Date: 2025-09-08
news-banner

অনলাইন ডেক্স:,

১০ ভরি সোনার গয়না মালিককে ফিরিয়ে দিয়ে সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন অটো চালক।   দিন যাবত মালিককে খুঁজে বের করে শনিবার ( সেপ্টেম্বর) রাতে স্থানীয় ব্যক্তিবর্গের উপস্থিতিতে তা ফেরত দেন।

জানাগেছে, সেপ্টেম্বর সকালে ফুলগাজী উপজেলার দরবারপুর ইউনিয়নের ধলিয়া চকবস্তা গ্রাম থেকে সিএনজি অটোরিকশায় মুন্সীরহাট বাজারে গিয়ে নামেন এক গৃহবধূ। কিন্তু গাড়ি থেকে নামার সময় ভুলে তিনি সঙ্গে থাকা ব্যাগটি রেখে যান। পরে সিএনজি অটোরিকশার চালক মাঈন উদ্দিন ব্যাগটি বাড়িতে যান। তার মামাকে জানানোর পরে যেকোনো মূল্যে ব্যাগটি মালিককে ফেরত দেওয়ার নির্দেশ দেন। খোঁজাখুঁজির দিন পর ওই নারীর পরিচয় শনাক্ত করেন। পরে শনিবার রাতে ওই নারীর হাতে সোনার গয়নাসহ কাপড়ভর্তি ব্যাগটি বুঝিয়ে দেন মাঈন উদ্দিন।

গৃহবধূ বলেন, অনেক খোঁজাখুঁজি করেও অটোরিকশাটি শনাক্ত করতে পারিনি। সিএনজিচালক মাঈন উদ্দিন সৎ মানুষ বলেই আমাকে খুঁজে সবকিছু ফেরত দিয়েছেন।

ফেনী জেলার ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের দক্ষিণ আনন্দপুর গ্রামের সিএনজি চালক মাঈন উদ্দিন বলেন, প্রকৃত মালিককে খুঁজে পেয়ে স্বর্নের জিনিসগুলো ফেরত দিতে পেরেছি। এটাই আমার মানসিক শান্তি।


advertisement image

Leave Your Comments