অনলাইন ডেক্স:
জেলা
নারায়ণগঞ্জের আড়াইহাজারে
অটোরিকশা চুরি করতে গিয়ে গণপিটুনিতে মো. আয়নাল (৪২) নামের এক যুবক নিহত
হয়েছেন। সোমবার (৮ সেপ্টেম্বর) রাত
৮টার সময় উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের প্রভাকরদি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আয়নাল একই এলাকার মো. মাহির উদ্দিনের ছেলে।
স্থানীয়
সূত্র জানা গেছে, সোমবার রাত ৮টার দিকে ব্রাহ্মন্দী ইউনিয়নের প্রভাকরদী এলাকায় একটি অটোরিকশায় চুরি করতে গেলে স্থানীয়রা তাকে ধরে ফেলে। ওই সময় গণপিটুনিতে ঘটনাস্থলেই
মৃত্যু হয় আয়নালের।
বিষয়টি নিশ্চিত করে
আড়াইহাজার থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
খন্দকার নাসির
উদ্দিন
বলেন,
গণপিটুনিতে একজন
নিহত
হওয়ার
ঘটনায়
পুলিশ
ঘটনাস্থলে রয়েছে।
মরদেহ
উদ্ধার
করে
ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো
হয়েছে।