অস্ত্র ও হাতবোমা ফেসবুকে প্রচারের অভিযোগ যুবক আটক

Date: 2025-09-08
news-banner

অনলাইন ডেক্স:,

জেলা শরীয়তপুরের নড়িয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেশীয় অস্ত্র হাতবোমার ভিডিও প্রচারের অভিযোগে রিয়াদ গোরাপী (২০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার ( সেপ্টেম্বর) মধ্যরাতে উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের পাঁচক এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক  রিয়াদ  ওই এলাকার সামাদ গোরাপীর ছেলে।

পুলিশ সূত্র জানা গেছে, সে রোববার নিজের ফেসবুকের স্টোরিতে হাতবোমা দেশীয় অস্ত্রের ভিডিও আপলোড করেন। এতে ওই এলাকার স্থানীয় মানুষদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিষয়টি জানতে পেরে রাত দেড়টার সময় ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে  এসব কন্টেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের কথা স্বীকার করে।

অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) . আশিক মাহমুদ বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেশীয় অস্ত্র বিস্ফোরকের ভিডিও শেয়ার দেওয়ায় যুবককে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


advertisement image

Leave Your Comments