এখনকার স্মার্টফোনে সামনের ও পেছনের উভয় দিকেই ক্যামেরা থাকা একেবারে স্বাভাবিক বিষয়। কিন্তু যখন ফিচার ফোনের কথা আসে, তখন আমরা দেখতে পাই বেশিরভাগ ফোনে শুধু পেছনের (ব্যাক) ক্যামেরা থাকে, কিন্তু সামনের (সেলফি) ক্যামেরা থাকে না। অনেকেই জানতে চান ফিচার ফোনে সেলফি ক্যামেরা না থাকার কারণ কী?
এই প্রতিবেদনে ফিচার ফোনে সেলফি ক্যামেরা না থাকার মূল কারণগুলো তুলে ধরা হলো।
ফিচার ফোন কী?
ফিচার ফোন হলো এমন একটি মোবাইল যেটিতে বেসিক ফোন ফিচারের পাশাপাশি কিছু অতিরিক্ত সুবিধা থাকে, যেমন-
কালার ডিসপ্লে
মিউজিক প্লেয়ার
ক্যামেরা