অনলাইন ডেক্স:
বিভাগীয় শহর সিলেটের পরিবেশকে প্রাধান্য দিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন নবনিযুক্ত জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। তিনি বলেন, সিলেটের বেশ কয়েকটা বিষয়ের মধ্যে আইনশৃঙ্খলা, পরিবেশ, পর্যটন, শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ে বিশেষ মনোযোগ থাকবে। রাস্ট্র আমাকে বিশ্বাস করে যে দায়িত্ব দিয়েছেন, আমি সর্বোচ্চ দিয়ে কাজ করবো সিলেট জেলার মানুষের জন্য।
তিনি আরও বলেন, ‘আপনারা সহযোগিতা করলে আমাকে অতীতে যেমন দেখেছেনে, এখানেও তেমনই পাবেন। ‘আমি নিজেও পরিবেশ বিষয়ের ছাত্র। তাই নিজ থেকেই চাইবো, পরিবেশ সুন্দর রেখে শহরের উন্নয়ন নিশ্চিত করতে। এক্ষেত্রে সকল শ্রেণীপেশার মানুষের সহযোগিতা প্রয়োজন। আশা করছি আমার এখানকার সময়টা ভালো যাবো। সবাই আমাকে কাজে উৎসাহিত করবে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর ১টায় সিলেট জেলা প্রশাসকের দায়িত্বগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে গোলটেবিল বৈঠকে এ কথা বলেন।