আল্লাহর পথে সম্পদ ব্যয় পরকালের সন্তুষ্টি

Date: 2025-08-24
news-banner

 বিডিফেস ২৪ ডেক্স: 

আল্লাহ বলেন,  আল্লাহর পথে যারা তাদের সম্পদ ব্যয় করেন, তাদের (সদকার) উপমা একটি বীজের মত, যা উৎপন্ন করলো সাতটি শীষ প্রতিটি শীষে রয়েছে একশ করে দানা। আর আল্লাহ যাকে চান তাকে ইচ্ছেমতো বাড়িয়ে দেন। আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ ও অসীম দয়াময়।

যে মানুষ যারা আল্লাহর রাস্তায় তাদের সম্পদ ব্যয় করে ও ব্যয় করে তার পেছনে খোঁটা দেয় না এবং মনে কোন কষ্টও দেয় না, তাদের জন্য তাদের রবের নিকট উত্তম প্রতিদান রয়েছে। তাদের কোনো ভয় নেই, তারা চিন্তিতও হবে না ইহকাল ও পরকালে। যে দান করার পর কষ্ট দেয়া হয় তার চেয়ে ভাল কথা ক্ষমা উত্তম। নিশ্চইয় মহান আল্লাহ অভাবমুক্ত সহনশীল।

আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা খোঁটা কষ্ট দেয়ার মাধ্যমে তোমাদের সদকা বাতিল করো না। ওই ব্যক্তির মত, যে তার সম্পদ ব্যয় করে লোক দেখানোর উদ্দেশ্যে এবং বিশ্বাস করে না আল্লাহর বিচার দিনের প্রতি। তার উদাহরন এমন একটি মসৃণ পাথর, যার উপর রয়েছে মাটি, তাতে প্রবল বৃষ্টি পড়লো এবং একেবারে পরিষ্কার করে ফেললো।

আর যারা মহান আল্লাহর সন্তুষ্টি লাভ নিজদেরকে সুদৃঢ় রাখার লক্ষ্যে সম্পদ ব্যয় করে, তাদের উপমা উঁচু ভূমিতে অবস্থিত বাগানের মত, যাতে পড়েছে প্রবল বৃষ্টি। ফলে তা দ্বিগুণ ফল-ফলাদি উৎপন্ন হয়। আর যদি তাতে প্রবল বৃষ্টি নাও পড়ে, তবে হালকা বৃষ্টিই যথেষ্ট। আর ইসলামের যা আমল করো সে ব্যাপারে মহান আল্লাহ শুনতে পান জানতে পান দেখতে পান। (সুরা বাকারা: আয়াত-২৬১ থেকে ২৬৫)


advertisement image

Leave Your Comments