বাংলার প্রথম কীর্তিমান শিক্ষাবিদ

Date: 2025-08-21
news-banner
অনলাইন ডেক্স: 
পূর্ব ও পশ্চিম বাংলার প্রথম কীর্তিমান শিক্ষাবিদ ছিলেন ড. মোয়াজ্জেম হোসেন। যিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডি. ফিল ডিগ্রি অর্জন করেন। ভারত পাকিস্তান ভাগের পরে ১৯৪৭ এবং ১৯৫২ সালের ভাষা আন্দোলনের মতো ঐতিহাসিক গুরুত্বপূর্ণ সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের দায়িত্ব পালন করেন। ১৯৭৪ সনে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন তাঁকে আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগে প্রফেসর  নিয়োগ দেয়।
ড. মোয়াজ্জেম হোসেন ১লা আগস্ট ১৯০১ সালে টাঙ্গাইলের বানিয়ারা গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা সৈয়দ কেরামত আলী একজন সুফি সাধক ছিলেন। তাঁর মায়ের নাম সৈয়দা সাবেরুন্নেসা। ড. মোয়াজ্জেম হোসেন নিজ গ্রাম বানিয়ারাতে প্রাথমিক শিক্ষালাভ করেন। জামরকীতে অবস্থিত ‘স্যার আবদুল গনী ইংরেজি বিদ্যালয়’ থেকে ১৯১৮ সালে মাধ্যমিক পরীক্ষায় ১ম বিভাগ এবং ১৯২০ সালে ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ১ম বিভাগে উত্তীর্ণ হন। ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলে আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগে ভর্তি হন তিনি। ১৯২৩ সালে তিনি বিএ অনার্স পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন এবং ১৯২৪ সালে তিনি এমএ পরীক্ষায় ১ম শ্রেণিতে ১ম স্থানসহ সরকারি বৃত্তি লাভের গৌরব অর্জন করেন। তৎকালীন আরবি ও ইসলামিক স্টাডিজের হেড অব দ্য ডিপার্টমেন্ট প্রফেসর ড. আব্দুস সাত্তার সিদ্দিকীর তত্ত্বাবধানে ‘গরাইবুল কোরআন’ গবেষণা শুরু করেন পিএইচডি বিষয়ে।

দেশবরণ্যে এই শিক্ষাবিদ ১৯৯১ সালের ১৪ আগস্ট দুপুর ১টা ১০ মিনিটে ইহকাল ত্যাগ করেন। পরে টাঙ্গাইলের পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় সমাহিত করা হয়।

লিখেছেন : ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক।

advertisement image

Leave Your Comments