বাণিজ্য সচিবের প্রত্যাশা, শুল্ক কমাবে যুক্তরাষ্ট্র

Date: 2025-07-31
news-banner
অনলাইন ডেক্স :
৩৫ শতাংশ পাল্টা শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের আরোপিত তৃতীয় দফার আলোচনা শুরু হয়েছে মঙ্গলবার (২৯ জুলাই)। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) দপ্তরের সঙ্গে শুরু হওয়া ৩ দিনব্যাপী এ আলোচনার শেষদিন আজ বৃহস্পতিবার।আগে ২ দফা বৈঠকে নানা ইস্যুতে দু’পক্ষের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তবে পাল্টা শুল্ক কমানোর বিষয়ে এখনো কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। আজকের আলোচনা শেষে উভয়পক্ষ যৌথভাবে এ বিষয়ে ঘোষণা দিতে পারে। ওয়াশিংটন ডিসিতে স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ প্রতিনিধিদলের বৈঠক শুরু হয় বাংলাদেশ সময় রাত সাড়ে ৩টা। ১ম ও ২য় দিনের আলোচনা শেষ হয়। আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। এ ছাড়া রয়েছেেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বাণিজ্যসচিব মাহবুবুর রহমান এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাজনীন কাউসার চৌধুরী। বৈঠকে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
advertisement image

Leave Your Comments