বার্সেলোনার লামিন ইয়ামাল প্রেমে, সঙ্গী আর্জেন্টাইন গায়িকা নিকি নিকোল

Date: 2025-08-27
news-banner

অনলাাইন ডেক্স: 

বার্সেলোনার উদীয়মান তারকা লামিন ইয়ামাল অবশেষে প্রেমের সম্পর্ক প্রকাশ্যে আনলেন। ১৮ বছর বয়সী এই স্প্যানিশ ফরোয়ার্ড ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে জানিয়ে দিলেন, তিনি প্রেম করছেন আর্জেন্টিনার জনপ্রিয় গায়িকা নিকি নিকোলের সঙ্গে।

ছবিটি ছিল নিকি নিকোলের ২৫তম জন্মদিন উপলক্ষে। সেখানে দু’জনকে পাশাপাশি ঘনিষ্ঠভাবে বসে থাকতে দেখা গেছে। টেবিলে ছিল জন্মদিনের কেক, আর ক্যাপশনে ইয়ামাল দিয়েছেন শুধু একটি কেক ও একটি লাল হৃদয়ের ইমোজি। এই পোস্টের মাধ্যমেই তাদের সম্পর্ক নিয়ে দীর্ঘদিনের গুঞ্জনের অবসান ঘটল।

স্পেনের গসিপ বিশেষজ্ঞ জাভি হোয়োস জানিয়েছেন, গত জুলাইয়ে ইয়ামালের জন্মদিনের পার্টিতেই তাদের ঘনিষ্ঠতা শুরু হয়। পরে একাধিকবার একসঙ্গে ঘুরতে দেখা গেছে দুজনকে।

নিকির পুরো নাম নিকোল ডেনিস কুকো। তিনি আর্জেন্টিনার রোজারিওতে জন্মগ্রহণ করেন ২৫ আগস্ট ২০০০ সালে—যে শহর থেকে এসেছেন কিংবদন্তি লিওনেল মেসিও। ছোটবেলা থেকেই সংগীতে আগ্রহী নিকি অল্প সময়ের মধ্যেই ল্যাটিন আমেরিকার তরুণদের আইকনে পরিণত হয়েছেন। র্যাপ, ট্র্যাপ, তাম্বো থেকে বলেরো—বিভিন্ন ধারার গানে সমান পারদর্শী তিনি। সামাজিক ও লিঙ্গভিত্তিক ইতিবাচক বার্তা ছড়ানোর জন্যও আলোচিত নিকি।

তার জনপ্রিয় গানের মধ্যে রয়েছে— ওয়াপো ত্রাকেতেরো, কোলোকাও, মামিচুলা, মালা ভিদামারিসোলা

ইয়ামালের ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে এখন ফুটবল ও সংগীতপ্রেমীদের মধ্যে চলছে জোর আলোচনা। একদিকে মাঠে তার জ্বলে ওঠা পারফরম্যান্স, অন্যদিকে প্রেমের গল্প—সব মিলিয়ে বার্সেলোনার এই তরুণ তারকা এখন স্পটলাইটের কেন্দ্রে।


advertisement image

Leave Your Comments