বাতিল হচ্ছে ইচ্ছাকৃত ঋণখেলাপির বিধান

Date: 2025-08-20
news-banner

অনলাইন ডেক্স :

বাংলাদেশের ব্যাংক খাতে শৃঙ্খলা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার লক্ষ্যে বড় পরিবর্তন আসছে ব্যাংক কোম্পানি আইনে। প্রস্তাবনার নতুন সংশোধনীতে ‘ইচ্ছাকৃত ঋণখেলাপি’ চিহ্নিত করার বিধানটি বাতিলসহ কিছু গুরুত্বপূর্ণ আইনের পরিবর্তন আনা হচ্ছে।

ব্যাংক সূত্র জানায় বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ ইতোমধ্যে খসড়া অনুমোদন করেছে। অনুমোদিত বিষয়গুলো আগামী সেপ্টেম্বর মাসেই অধ্যাদেশ আকারে জারি হওয়ার কথা রয়েছে।

২০০৩ সালের আইনে প্রতিটি ব্যাংককে ইচ্ছাকৃত ঋণখেলাপিদের তালিকা তৈরি করে বাংলাদেশ ব্যাংকে পাঠানোর বাধ্যবাধকতা ছিল। এরপর শুনানি ও  আপিলসহ নানা ধাপ পেরিয়ে নাম চূড়ান্ত করা হতো। ব্যাংকের কর্মকর্তাদের মতে, এই প্রক্রিয়াটি জটিল ও সময়সাপেক্ষ ছিল যেটা বাস্তবে কাউকে চূড়ান্তভাবে ইচ্ছাকৃত ঋণখেলাপি হিসেবে ঘোষণা করা সম্ভব হয়না। তাই আইনটি অকার্যকর হওয়ায় এটি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। 

advertisement image

Leave Your Comments