বাউফল সংবাদদাতা:পটুয়াখালীর বাউফল পৌরসভায় "নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের" আওতায় বিভিন্ন প্রতিষ্ঠানে ওয়েস্ট বাস্কেট বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২০ আগস্ট) দুপুর ১টায় বাউফল পৌরসভা কার্যালয় মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এব ওয়েস্ট বক্স হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অতিরক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাসুদ উল আলম বলেন, আধুনিক ও পরিচ্ছন্ন পৌরসভা গড়ে তুলতে সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা অতঢন্ত গুরুত্বপূর্ণ। এজন্য প্রতিষ্ঠানভিত্তিক ওয়েস্ট বক্স সরবরাহ করা হচ্ছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ৭২৫টি ওয়েসাট বক্স বিতরণ করা হচ্ছে এবং পর্যায়ক্রমে পৌর শহরের প্রতিটি সরকারি, বেসরকারী ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে এ কার্যক্রম সম্প্রসারিত হবে।
পৌরসভার সহকারী প্রকৌশলী মু. আতিকুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাইনুল হক, উপ-সহকারী প্রকৌশলী মো. মাইনুল ইসলাম ও বাউফল প্রেসক্লাব সভাপতি জলিলুর রহমান ও সাবেক সাধারণ সম্পাদক মো.অহিদুজ্জামান ডিউক প্রমুখ।