প্রতিনিধি বাউফল
পটুয়াখালী বাউফলের কাশিপুর বাজারের চাঁদাবাজ ও মাদক কারবারীদের বিরুদ্ধে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাবসায়ী ও স্থানীয় জনগন।গতকাল বিকালে বাউফল পটুয়াখালী মহা সড়কের কাশিপুর বাজারে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ওই সময় মানববন্ধনে প্রশাসনের কাছে নিরাপত্তা চেয়ে বক্তব্য রাখেন, ব্যবসায়ী হাজী মো. কাওসার মল্লিক, মো. আববক্কর হাওলাদার, জাকির হোসেন, ডা. মিজানুর রহমান ও হাবিবুল বষার বয়াতি। বক্তারা বলেন, পটুয়াখালী সদর ইউনিয়ন কমলাপুরের ফজলু হাওলাদারের ছেলে নজরুল ইসলাম বয়াতী ও আদু সিপাইয়ের ছেলে মোহন মাদক ব্যবসা ও চাঁদাবাজির সাথে জড়িত। ৫ আগস্টের পর থেকে আদাবাড়িয়া ইউপির কাশিপুর বাজারের তাদের ব্যবসা প্রতিষ্ঠানে এসে চাঁদা দাবী করে। ভয়ে অনেকে দিয়েছি। সম্প্রতি জাকির হোসেন তাদের দাবীকৃত দুই লক্ষ টাকা চাঁদা না দেওয়ায় তার বাড়ীতে হামলা করে। ভয়ে তারা থানায় অভিযোগ দেননি। তবে এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগ করা হলে তাদের ব্যবহৃত মুঠোফোন বন্ধ পাওয়া যায়।