বাউফলে সেচ্ছাসেবক দলের কর্মিসভা অনুষ্ঠিত

Date: 2025-08-15
news-banner
বাউফল সংবাদদাতা :
পটুয়াখালীর বাউফলে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) বিকেল ৫টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে ঐক্যবদ্ধ হয়ে সংগঠনকে সুসংগঠিত করার আহ্বান জানানো হয়।
বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে মাঠপর্যায়ে সর্বাত্মক কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন, দলের প্রতিটি নেতা-কর্মীকে জনগণের সাথে নিবিড় যোগাযোগ রেখে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার ফেরানোর আন্দোলনে সক্রিয় থাকতে হবে।
পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোহনের সঞ্চালনায় কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সরোয়ার ভূইয়া রুবেল। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম হাওলাদার, সহ সাধারণ সম্পাদক মো. মাহবুব ফরাজী এবং সহ অর্থ বিষয়ক সম্পাদক অলিউল ইসলাম রিয়াজ। সভায় উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ কয়েক হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন। 
advertisement image

Leave Your Comments