অনলাইন ডেক্স :
জেলা মেহেরপুরের গাংনীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শওকত আলী (৫৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ভাটপাড়া গ্রামে জমিতে পানি দেওয়ার সময় তিনি বিদ্যুতায়িত হন। নিহত শওকত আলী ভাটপাড়া গ্রামের মৃত ফরাতুল্লাহ কাজীর পুত্র। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শওকত আলি নিজের জমিতে সেচ দেওয়ার জন্য পানির পাম্প চালু করার সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে হাত লেগে বিদ্যুতায়িত হন। ওই সময় আশপাশের কৃষকরা তাকে দ্রুত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মৃত্যু হয়। গাংনী থানার অফিসার ইনচার্জ বানী ইসরাইল জানান, এ ঘটনার অনুসন্ধান শেষে ব্যবস্থা নেওয়া হবে।