বিদেশে পালানোর সময় গ্রেফতার ছাত্রলীগ সভাপতি

Date: 2025-08-16
news-banner


অনলাইন ডেক্স :

পাবনার ঈশ্বরদী পৌর ছাত্রলীগের সভাপতি আবির হাসান শৈশবকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৫ আগস্ট) রাত ১১টার দিকে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।

ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) এবিএম মনিরুল ইসলাম জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার মামলার অন্যতম আসামি শৈশব। তিনি বিদেশ পালিয়ে যাচ্ছিলেন বলে গোপন সূত্রে খবর পাওয়া যায়। পরে বিমানবন্দর এলাকায় নজরদারি চালিয়ে ইমিগ্রেশনে প্রবেশের সময় তাকে আটক করা হয়। পুলিশ জানায়, রাতেই তাকে ঈশ্বরদীতে নিয়ে থানায় নিয়ে আসা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৪ আগস্ট ঈশ্বরদী রেলগেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় ছাত্র-জনতা আহত হন। এ ঘটনায় নজরুল ইসলাম নামে এক ব্যক্তি মামলা দায়ের করেন। মামলার আসামিদের মধ্যে অন্যতম ছিলেন ছাত্রলীগ নেতা আবির হাসান শৈশব।

advertisement image

Leave Your Comments