অনলাইন ডেক্স :
জেলা মেহেরপুরের গাংনী উপজেলায় বোমা ফাটিয়ে ডাকাতির ঘটনায় পাঁচজনকে আটকের পর গ্রেফতার দেখিয়ে জেল হাজতে পাঠিয়েছে গাংনী থানা পুলিশ। মঙ্গলবার (৫ আগস্ট) রাতে বিভিন্ন স্থান থেকে তাদের আটক করে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, মঙ্গলবার রাত ৯টার দিকে গাংনী থানার অদূরে ধানখোলা সড়কের বিল্লাল নার্সারির সামনে বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে পথচারীদের কাছ থেকে নগদ টাকা লুট করে সংঘবদ্ধ একটি ডাকাতদল। ঘটনার পরপরই পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫জনকে আটক করে।
আটককৃত হলেন, গাংনী পৌর এলাকার ৯ নং ওয়ার্ডের কালাম আলীর ছেলে কামরুজ্জামান শিহাব (২৮) মাসুদ হোসেনের ছেলে শাকিব (২৫) ও একই এলাকার মোকাদ্দেসের ছেলে মুরসালিন (৩৩) এবং মেহেরপুর সদর উপজেলার শ্যামপুরের আজাদ আলীর ছেলে মিকাইল (১৯) ও উসমান আলী মীরের ছেলে জাহিদ মীর (২০)। গাংনী থানার অফিসার ইনচার্জ জানান, বোমা বিস্ফোরণের মাধ্যমে ডাকাতি ঘটনায় মহিষাখোলা গ্রামের শাহজামাল একটি মামলা করেন। এ মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।