বন্ধুকে রড দিয়ে আঘাত করে হত্যা

Date: 2025-09-02
news-banner

অনলাইন ডেক্স: 

জেলা কুমিল্লার মনোহরগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ফরহাদ হোসেন (২০) নামে এক যুবককে হত্যা করেছে তার বন্ধু। সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার লক্ষণপুর বাজারে এ ঘটনা ঘটে।

নিহত ফরহাদ উপজেলার লক্ষণপুর ইউনিয়নের বানঘর গ্রামের মিজানুর রহমানের ছেলে। অভিযুক্ত মাহফুজ আলম (২০) সাইকচাইল গ্রামের রবিউল হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাজমিস্ত্রির কাজ শেষে দু’জন অটোরিকশায় বাজারে যান। ভাড়া দেওয়া নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে মাহফুজ রড দিয়ে ফরহাদের বুকে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় ফরহাদের। 

মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ঘাতক মাহফুজকে স্থানীয়রা আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে।


advertisement image

Leave Your Comments