বঙ্গবন্ধুর ছবি নামাবো না: প্রধান শিক্ষক

Date: 2025-08-03
news-banner

অনলাইন ডেক্স: 

জেলা পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সোনারঘোপ রমেশ চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে শেখ মুজিবুর রহমানের ছবি ঝুলিয়ে রাখায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়  বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, সরকারি অফিসগুলোতে নিরপেক্ষতা বজায় রাখা উচিত হলেও এখানে শুধু একটি রাজনৈতিক দলের ছবি টানানো হয়েছে, যা পক্ষপাতদুষ্ট মনোভাবের বহিঃপ্রকাশ। নেছারাবাদ উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মো. আজাহারুল ইসলাম টুটুল বলেন, উপজেলা বিএনপির এক নেতা বলেন, বঙ্গবন্ধুর অবদান অনস্বীকার্য হলেও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শুধু একপক্ষের ছবি ঝুলিয়ে রাখলে সেটি অন্য দলের প্রতি অবিচার ও বৈষম্য তৈরি করে। দেশের ইতিহাসে অবদান রাখা সব জাতীয় নেতার মর্যাদা রক্ষা করতে হবে এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে দলীয় প্রভাবমুক্ত রাখা উচিত। ১৭ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এককভাবে বঙ্গবন্ধু ও হাসিনার ছবি টানিয়ে রেখেছে। বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামে অন্য কোনো রাজনৈতিক দলের অস্তিত্ব রক্ষা করেনি। আমরা এর বিরোধিতা করি। প্রাথমিক বিদ্যালয়টির সহকারী শিক্ষক মো. রেজাউল কবির বলেন, ‘পদাধিকার বলে আমি ওই স্কুলের সহকারী শিক্ষক। প্রধান শিক্ষক যদি বঙ্গবন্ধুর ছবি না সরায় আমরা কী করতে পারি? তবুও আমাদের স্কুলের সরকারি শিক্ষকরা একাধিকবার ছবি সরানোর কথা বলেছিলাম তিনি সেটি কর্ণপাত করেননি। 

প্রাথমিকবিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামীমা ইয়াছমিন বলেন, ‘আমার বাবা বীর মুক্তিযোদ্ধা; আমি বঙ্গবন্ধুর ছবি নামাবো না; কেউ যদি অপসারণ করে সেটা তাদের ব্যাপার। আমরা বঙ্গবন্ধুকে হৃদয়ের ধারণ করি ও ভালোবাসি। তার অপমান কখনোই সইবোনা

বিষয়টি নিয়ে নেসারাবাদ উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা মো. গিয়াস উদ্দীন বলেন, ‘দেশের পটপরিবর্তনের সঙ্গে সঙ্গে উপজেলার সব বিদ্যালয় থেকে শেখ মুজিবর রহমানের ছবি সরানো হয়েছে। তবে ছবি সরানোর জন্য সরকারি কোনো নির্দেশনা নেই। ওই বিদ্যালয়ের দেওয়ালে কেন এখনো শেখ মুজিবুর রহমানের ছবি টাঙানো আছে আমি জানতে চাইব।’ গত ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের পতনের পরে নেছারাবাদ উপজেলায় কোনো সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর ছবি টানানো নেই। শুধু উপজেলার সোনারঘোপ রমেশ চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি টানানো দেখা গেছে।  


advertisement image

Leave Your Comments