রংপুরে চোর আখ্যা দিয়ে ২ জনকে হত্যা

Date: 2025-08-11
news-banner

অনলাইন ডেক্স :

জেলা রংপুরের তারাগঞ্জে চোর মনে করে দুজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (৯ আগস্ট) রাতে উপজেলার সয়ার ইউনিয়নের বুড়িরহাট এলাকায় ঘটনাটি ঘটেছে। নিহতের স্বজনদের অভিযোগ, পরিকল্পিতভাবে মব বানিয়ে তাদের হত্যা করা হয়েছে। এ ঘটনায় তারা ন্যায় বিচার দাবি করছেন। স্বজনরা জানান, নিহত রূপলাল দাসের (৪৫) বাড়ি তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর বেলতলী বুড়িরহাট এলাকায়। তিনি বুড়িরহাট বাজারে মুচির কাজ করে সংসার চালাতেন। অপরদিকে রূপলালের ভাগনি জামাই প্রদীপ দাস (৩৫) মিঠাপুকুর উপজেলার গোপালপুর ছড়ান গ্রামের বাসিন্দা। মুচির কাজের পাশাপাশি তিনি রিক্সা চালান।রূপলালের মেয়ে নুপুর স্থানীয় বিদ্যালয় থেকে এবার এসএসসি পাস করেছে। সে তার মেয়ের সঙ্গে পার্শ্ববর্তী নীলফামারী জেলার সৈয়দপুর পৌর এলাকার জনৈক কমল নামে এক যুবকের বিয়ের ব্যাপারে দিন-তারিখ ঠিক করার জন্য রূপলাল তার ভাগনি জামাই প্রদীপকে ডেকে পাঠায়। খবর পেয়ে মিঠাপুকুর থেকে নিজের ভ্যান চালিয়ে শ্বশুর রূপলালের বাড়ির উদ্দেশে রওনা হয়ে যান প্রদীপ। অপরদিকে বিয়ের  সামাজিক রীতির অংশ হিসেবে শনিবার সৈয়দপুরের একটি ভাটিখানা থেকে স্পিড ড্রিংকের বোতলে বাংলা মদ সংগ্রহ করে প্রদীপ ও রূপলাল। তারা বাসায় ফেরার পথে রাত ৮টার দিকে সয়ার ইউনিয়নের ফরিদাবাদ মোড়সংলগ্ন বটতলা এলাকায় পৌঁছালে স্থানীয় কয়েকজন যুবক তাদের ব্যাগে থাকা মদ দেখতে পান। একপর্যায়ে তারা চোর চোর বলে চিৎকার করতে থাকলে মুহূর্তেই লোকজন জড়ো হয়ে কোনও কথা না শুনে দুজনকে বেধড়ক মারধর শুরু করে। ফলে রূপলাল ঘটনাস্থলেই মারা যান এবং গুরুতর আহত হয় প্রদীপ। পুলিশ ঘটনাস্থলে এসে নিহত রূপলাল ও আহত প্রদীপকে উদ্ধার করে তারাগঞ্জ হাসপাতালে নিয়ে আসে। সেখানে প্রদীপের অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায়ই মৃত্যু হয় তার। রূপলালের স্ত্রী ভারতী দাস বলেন, ‘আমার স্বামীকে পরিকল্পনা করর হত্যা করা হয়েছে। সেই সঙ্গে আমার ভাগনি জামাই প্রদীপকেও হত্যা করা করেছে। দেশে কি কোনও আইন আছে? একজন নিরপরাধ মানুষকে এভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। সেইসঙ্গে ভাগনি জামাই প্রদীপকেও মেরে ফেলা হলো কিন্তু কেউই তাদের বাঁচাতে এগিয়ে আসলো না। তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ফারুকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, নিহতদের দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। তবে এ নিউজ লেখা পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। 

advertisement image

Leave Your Comments