চুয়াডাঙ্গায় ৬৬৮ বোতল ফেনসিডিল সহ আটক-২

Date: 2025-09-03
news-banner
চুয়াডাঙ্গা সংবাদদাতা:
জেলা চুয়াডাঙ্গা জীবননগর থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৬৬৮ বোতল ফেনসিডিল ও একটি পাওয়ার টিলার সহ ২ জনকে আটক করেছে।
মঙ্গলবার (২রা সেপ্টেম্বর )আনুমানিক রাত সাড়ে  ১০টার  দিকে জীবননগর উপজেলার  সীমান্ত ইউনিয়নের কয়া গ্রামের  ঈদগাহ ময়দানের সামনে থেকে দুইজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- সীমান্ত ইউনিয়নের বেনীপুর গ্রামের আব্দুল দাউদের ছেলে আব্দুর রহমান (৩০) ও মহেশপুর উপজেলার  শ্রীনাথপুর গ্রামের নুরুজ্জামানের ছেলে এনামুল হক (৩৪)।
জীবননগর থানা সুত্রে জানা যায়, চুয়াডাঙ্গার পুলিশ সুপার খন্দকার গোলাম মাওলার বিপিএম সেবার নির্দেশে ও জীবননগর থানার অফিসার ইনচার্জ  (ওসি)মোঃ মামুন হোসেনের নেতৃত্বে এস আই মিজানুর রহমান, সঙ্গীয় অফিসার ও ফোর্স  নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের কয়া গ্রামে মাদকবিরোধী অভিযান চালায়। এ সময়  বস্তায় ভর্তি পাওয়ার টিলারে রাখা ৬৬৮ বোতল  ফেনসিডিল  সহ ২ জনকে  আটক করা হয়।
জীবননগর থানার অফিসার ইনচার্জ  (ওসি) মোঃ মামুন হোসেন বিশ্বাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয় । তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। 
advertisement image

Leave Your Comments