চুয়াডাঙ্গায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

Date: 2025-09-01
news-banner
চুয়াডাঙ্গা প্রতিনিধি :
চুয়াডাঙ্গায় নানা আয়োজনে পালিত হয়েছে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে সোমবার দুপুরে শহরের সাহিত্য পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি কলেজ রোড হয়ে শহীদ হাসান চত্বর প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা ফরিদুল ইসলাম শিপলুর পরিচালনায় ও সাধারণ সম্পাদক শরীফুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির উপ কোষাধ্যক্ষ  মাহমুদ হাসান খান বাবু। a9tdExW.jpeg
তিনি বলেন, “বর্তমান সময়ে আমাদের ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই। নিজেদের মধ্যে বিভেদ নয়, বরং আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে। কেবল বিএনপিই পারে সাধারণ মানুষকে শান্তি ও মুক্তি দিতে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির অপর দুজন সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, খালিদ মাহমুদ মিল্টন প্রমুখ। এর আগে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।
প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মী, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ অংগ সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
advertisement image

Leave Your Comments