ডিবিপ্রধান হারুনসহ ১৮ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

Date: 2025-08-18
news-banner
অনলাইন ডেক্স :

সাবেক ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান মোহাম্মদ হারুন অর রশীদসহ ১৮ কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

সোমবার (১৮ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন প্রকাশ করেছে।

 বরখাস্ত (সাময়িক) হওয়া অন্যান্য কর্মকর্তাদের মধ্যে ৩জন ডিআইজি, ৬জন অতিরিক্ত ডিআইজি, ৪জন পুলিশ সুপার, ৪জন অতিরিক্ত পুলিশ সুপার এবং ১জন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। 

মন্ত্রনালয়ের প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ১৮ জন কর্মকর্তাকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩(গ) অনুযায়ী পলায়নের শাস্তিযোগ্য অপরাধে অভিযুক্ত হওয়ায় বিধি ১২ উপবিধি (১) অনুযায়ী তাদের নামের পাশে উল্লিখিত তারিখ থেকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো এবং পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

advertisement image

Leave Your Comments