অনলাইন ডেক্স :
দেশে সাত মাসের মধ্যে সর্বোচ্চ ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে জুলাই মাসে। গত ছয় মাসের চেয়ে জুলাইয়ে এ ভাইরাস নিয়ে হাসপাতালে বেশি আক্রান্তরোগী ভর্তি হয়েছে। জানুয়ারি মাস থেকে জুন পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১০ হাজার ২৬৯ জন। চলতি মাসের ৩০ দিনে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ১০ হাজার ৪০৬ জন। এর মধ্যে বুধবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ৩৮৬ জন ডেঙ্গু আক্রান্ত। এই সময়ে আক্রান্তদের মধ্যে দুইজনের মৃত্যু হয়। স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। সেখানে বলা হয়, মারা যাওয়া দুইজনই পুরুষ। তার ঢাকার দুই হাসপাতালে ও পটুয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এই নিয়ে রোগটিতে আক্রান্ত হয়ে চলতি বছরে এখন পর্যন্ত ৮২ জনের মৃত্যু হয়েছে। তন্মধ্যে ৪৬ জন পুরুষ ও ৩৬ জন নারী। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত বরিশাল বিভাগে (সিটি করপোরেশন বাদে) ১০৬ জন, ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ৭৮ জন, চট্টগ্রাম বিভাগে ৬৪ জন, ঢাকা বিভাগে ৬২ জন, রাজশাহী বিভাগে ৪৫ জন, খুলনা বিভাগে ২৩ জন, ময়মনসিংহ বিভাগে ৫ জন ও রংপুর বিভাগে ৩ জন ভর্তি হয়েছেন। বাংলাদেশে ২০০০ সাল থেকে ডেঙ্গুর সংক্রমণ শুরু হলেও এতদিনেও এটি নিয়ন্ত্রণে না আসার প্রধান কারণ হলো– দীর্ঘমেয়াদি ও বাস্তবভিত্তিক কৌশলের অভাব। মশা নিধন ও ডেঙ্গু নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা ছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইরে চলে যাবার সম্ভাবনা রয়েছে।