অনলাইন
ডেক্স:
জেলা
নাটোরের বড়াইগ্রামে ৩০
কেজি
গাঁজাসহ যুবককে
আটকের
পর
মাত্র
৭
কেজি
গাঁজা
জব্দ
দেখিয়ে
তার নামে মামলা করার অভিযোগ
উঠেছে
পুলিশের বিরুদ্ধে। গতকাল
মঙ্গলবার (২ আগস্ট) সায়েম হোসেন
(৩৪)
নামেরকাভার্ডভ্যান চালককে
আদালতে
পাঠানো
হয়।
এর
আগে
সোমবার
দিবাগত
রাত
দেড়টার
দিকে
মোল্লাপাড়া মোড়
থেকে
তাকে
আটক
করা
হয়। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে
চরম
ক্ষোভের সৃষ্টি
হয়েছে। আটক সায়েম লালমনিরহাট জেলার
সিংগাদার গ্রামের আব্দুর
রশিদের
ছেলে।
স্থানীয়
ও প্রত্যক্ষদর্শী জানান, রাত
সাড়ে
১২টার
দিকে
ছাতিয়ানগাছা মোল্লাপাড়া মোড়ে
একটি
নীল
রঙের
কাভার্ডভ্যান থেকে
দুজন
লোক
একটি
বস্তা
নামাচ্ছিলেন। এলাকাবাসী চোর
সন্দেহে ধাওয়া
দিলে
বস্তা
ফেলে
পালিয়ে
যান।
তবে
গাড়ীর
চালককে
আটক
করে
গ্রামবাসী।
বড়াইগ্রাম থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম
সারোয়ার হোসেন
বলেন,
গতরাতে
কর্তব্যরত অফিসার
৭
কেজি
গাঁজাসহ একজনকে
থানায়
সোপর্দ
করেছেন। পরে
অজ্ঞাত
দুই
ব্যক্তিসহ তিনজনের নামে
মামলা
করা
হয়েছে।
গাঁজার
পরিমাণ
কমবেশি
হলে
সেটা
ওই
কর্মকর্তা বিস্তারিত বলতে পারবেন।
উল্লেখ্য
আর আগে গত
২৯
আগস্ট
উপজেলার রাজাপুর থেকে
৫
কেজি
গাঁজাসহ একজনকে
আটক
করে
স্থানীয় গ্রামবাসী ।
পরে
একটি
চক্র
পুলিশে
সোপর্দ
করেন
মাত্র
৫০
গ্রাম
গাঁজা। ওই ঘটনায় সংবাদ প্রকাশ হলে
স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ তৈরী হয়।