গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে কেউ রক্ষা পাবেনা: দুদু

Date: 2025-08-03
news-banner

অনলাইন ডেক্স:

বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, অনেকে বলছেন এই সরকার ও গণতন্ত্রের বিপক্ষে আড়ালে-আবডালে নাকি ষড়যন্ত্র হচ্ছে। আজকের ছাত্রদলের এই সমাবেশ প্রমাণ করেছে, গণতন্ত্রের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে তাদের রেহাই দেওয়া হবে না। রোববার (৩ আগস্ট) রাজধানীর শাহবাগে জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে বিএনপির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত ছাত্র সমাবেশে বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন। ওই সময় তিনি আরও বলেন, গত ১৫ বছরে প্রায় ৫ হাজার ছাত্রদল-যুবদলসহ বিএনপির নেতাকর্মী রক্ত দিয়েছেন। গত বছরের জুলাইয়ে যারা শহীদ ও আহত হয়েছেন তারা প্রমাণ করেছে, বাংলাদেশ গণতন্ত্রের ফিরতে চায়। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি বিশ্বাস করি আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। সেই নির্বাচনে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। সেই সরকার বাংলাদেশি জাতীয়বাদী দল বিএনপির ওপর ভিত্তি করে সামনে এগিয়ে যাবে।


advertisement image

Leave Your Comments