ঘুষ নিলে ফাঁসিতে ঝুলানো হবে: ধর্ম উপদেষ্টা

Date: 2025-08-14
news-banner

অনলাইন ডেক্স :

হজ কার্যক্রমে কোনো কর্মকর্তা বা কর্মচারী দুর্নীতি বা ঘুষ নিলে তাদের ফাঁসির কাষ্ঠে ঝুলানো হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় পর্যায়ে হজ ও ওমরাহ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সতর্কবার্তা দেন। হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) উদ্যোগে আয়োজিত এ মেলা আগামী ১৬ আগস্ট পর্যন্ত চলবে।

ধর্ম উপদেষ্টা বলেন, “আমার মন্ত্রণালয়ে দুর্নীতি চলবে না। হজ কার্যক্রমে কেউ যদি ঘুষ নেয়, তাকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হবে। এ বিষয়ে হাব সদস্যরা আমাকে সহযোগিতা করবেন।”

তিনি জানান, উড়োজাহাজের ভাড়া কমাতে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে। বিমানসহ হজে যুক্ত অন্যান্য এয়ারলাইন্সের সঙ্গে বৈঠকে হাবের প্রতিনিধিদের উপস্থিতি নিশ্চিত করা হবে, যাতে তারা মতামত দিতে পারেন।

গত হজের কিছু অনিয়মের কথা উল্লেখ করে তিনি বলেন, “ঢাকা বিমানবন্দরের স্ক্যানার ফাঁকি দিয়ে কিছু এজেন্সি যাত্রীদের কাছে জর্দা ও তামাক সরবরাহ করেছে, যা জেদ্দা বিমানবন্দরে ধরা পড়ে। সৌদি আইনে এসব মাদক হিসেবে গণ্য হয়, এতে বাংলাদেশের সুনাম ক্ষুণ্ন হয়।”

এছাড়া, গত হজে এক এজেন্সি মালিক হজযাত্রীর মাধ্যমে ২ কেজি ৮০ গ্রাম স্বর্ণ পাচারের চেষ্টা করেছিলেন বলেও জানান তিনি। এ সময় দেশের ভাবমূর্তি রক্ষায় সকলকে সতর্ক থাকার আহ্বান জানান ধর্ম উপদেষ্টা।

অনুষ্ঠানে হাব সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার, মহাসচিব ফরিদ আহমেদ মজুমদারসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

advertisement image

Leave Your Comments