হাসপাতাল পরিচালকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

Date: 2025-09-02
news-banner
  1. অনলাইন ডেক্স: 
  2. জেলা কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. হেলিশ রঞ্জন সরকারের বিরুদ্ধে এক নারী কর্মচারী ধর্ষণের মামলা করেছেন। রোববার (৩১ আগস্ট) ওই হাসপাতালের প্যাথলজি বিভাগে আউটসোর্সিংয়ে কর্মরত এক নারী আদালতে মামলাটি করেন। সোমবার (১ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।
  3. মামলার অভিযোগে বলা হয়, ডা. হেলিশ রঞ্জন চাকরি থেকে বরখাস্ত করার ভয় দেখিয়ে ওই নারীকে বারবার কুপ্রস্তাব দেন এবং হুমকি দেন। একাধিকবার রুমে ডেকে শারীরিকভাবে হেনস্তা করার পাশাপাশি মোবাইল ফোনে অশ্লীল বার্তাও পাঠান। ২১ আগস্ট রাতে সরকারি কোয়ার্টারে ডেকে নিয়ে তাকে জোর করে ধর্ষণ করা হয়। পরে ২৬ আগস্ট অফিস কক্ষে আবারও ধর্ষণের চেষ্টা করলে তার চিৎকারে আশপাশের লোক এসে উদ্ধার করেন।
  4. নারী কর্মচারী অভিযোগ করেন, থানায় মামলা করতে চাইলে ওসি নেননি। পরে তিনি আদালতে মামলা করলে আদালত পুলিশকে এফআইআর করার নির্দেশ দেন।
  5. এ বিষয়ে অভিযুক্ত ডা. হেলিশ রঞ্জন বলেন, “আমি এখন বাইরে আছি, পরে কথা বলব।” সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, আদালতের আদেশ হাতে পেলেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

advertisement image

Leave Your Comments