অনলাইন ডেক্স:
নাটোর শহরে বেসরকারি জনসেবা হাসপাতালের মালিক ও ড্যাবের জেলা আহ্বায়ক ডা. আমিরুল ইসলামের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে হাসপাতালের নিজ কক্ষ থেকে তার লাশ পাওয়া যায়।
হাসপাতাল সূত্রে জানা যায়, ডা. আমিরুল রাতে অপারেশনের পর নিজ কক্ষে ঘুমাতে যান। সাধারণত তিনি দুপুরের দিকে ঘুম থেকে ওঠেন। কিন্তু সেদিন অনেক দেরি হলে স্টাফরা ডাকাডাকি করেন। ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে গলাকাটা মরদেহ দেখতে পান। খবর ছড়িয়ে পড়লে অনেক মানুষ হাসপাতালে ভিড় করেন।
নাটোর থানার অফিসার ইনচার্জ (ওসি ) মাহবুবুর রহমান জানান, দরজা ভেতর থেকে বন্ধ ছিল। এ কারণে ঘটনাটি সন্দেহজনক। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও জিজ্ঞাসাবাদের মাধ্যমে হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।
নাটোর জেলা শাখার সদস্য সচিব ডা. আবুল কালাম আজাদ এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে দায়ীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।