হত্যা মামলার আসামি গুলিতে নিহত

Date: 2025-08-02
news-banner
অনলাইন ডেক্স ;

জেলা শহর কক্সবাজারের চকরিয়ায় দুর্বৃত্তের গুলিতে হত্যা মামলার আসামি নিহত হয়েছেন। শুক্রবার (১ আগস্ট) দিনগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বদরখালী ইউনিয়নে আজমনগর স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

নিহত  ওই যুবকের নাম মোহাম্মদ সোয়ায়েত (৩০)। সে উপজেলার বদরখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মগনামাপাড়া এলাকার নুরুল আজিজের পুত্র। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে স্কুলের সামনে সড়কের পাশে বসে সোয়ায়েতসহ কয়েকজন যুবক গল্প করছিলেন। ওই সময় ফেরিঘাট এলাকা দিয়ে আসা একটি সিএনজি ঘটনাস্থলে থামিয়ে কয়েকজন দুর্বৃত্ত গুলি ছোড়ে। একটি গুলি সোয়ায়েতের কানের পেছনে ঘাড়ে লেগে ঘটনাস্থলেই মৃত্যু হয়।

পুলিশ জানায়, বদরখালী বাজারের ব্যবসায়ী নুরুল হুদা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সোয়ায়েত। ওই মামলায় থেকে তিনি সম্প্রতি জামিন পেয়ে এলাকায় এসেছেন। চকরিয়া থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম জানান, নিহতের মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের ধরতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত আছে। 

advertisement image

Leave Your Comments