জামায়াতের দুই কর্মীকে গুলি; গ্রেফতার দাবীতে বিক্ষোভ

Date: 2025-08-30
news-banner
নোয়াখালী সংবাদদাতা: 
নোয়াখালী বেগমগঞ্জ উপজেলা গোপালপুর ইউনিয়নে জামায়াতের দুই কর্মীকে গুলির ঘটনায় সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জামায়াত। শনিবার(৩০ আগস্ট) সকালে বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়ন জামায়াতের আয়োজনে গোপালপুর বাজারে এ বিক্ষোভ মিছিল হয়। ba1KAYr.jpeg
এসময় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও গোপালপুর ইউনিয়ন আমির আবু তাহের বিএসসি, সেক্রেটারি প্রভাষক আবদুল আওয়াল, গোপালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানপ্রার্থী মাওলানা আলাউদ্দিন মামুন,জামায়াত ইসলামী নেতা ডা: মাহবুবর রহমান ও ইঞ্জিনিয়ার নুরনবীসহ হাজার হাজার নেতাকর্মীরা। বক্তারা বলেন, জামায়াতের দুই কর্মী গুলিবিদ্ধ ঘটনায় থানাতে মামলা হলেও পুলিশ এখন পর্যন্ত আসামি গ্রেফতার করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন। আগামী ২৪ ঘন্টার মধ্যে আসামি গ্রেফতার না হলে  থনা ঘেরাওসহ বৃহত্তর কর্মসূচি ঘোষণাও দেন জামায়াত নেতারা।
advertisement image

Leave Your Comments