জাতির পিতা উপাধি ‘ফ্যাসিস্ট হাতিয়ার’ : নাহিদ ইসলাম

Date: 2025-08-15
news-banner

অনলাইন ডেক্স:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেছেন, শেখ মুজিবুর রহমান জাতির পিতা নন। তিনি স্বাধীনতা অর্জনে শেখ মুজিবুর রহমানের ভূমিকা ও ত্যাগ স্বীকার করলেও তার শাসনামলের বিভিন্ন জাতীয় ট্র্যাজেডি এবং রাজনৈতিক ঘটনাকে সমালোচনা করেন।

শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে নাহিদ ইসলাম বলেন, শেখ মুজিবের নেতৃত্বে বাংলাদেশকে ভারতের করদ রাজ্যে পরিণত করা হয়েছিল। ১৯৭২ সালের গণবিরোধী সংবিধান চাপিয়ে দেওয়া হয় এবং লুণ্ঠন, রাজনৈতিক হত্যাকাণ্ড ও একদলীয় বাকশালের ভিত্তি গড়ে তোলা হয়।

তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের ফ্যাসিবাদী রাজনীতির কেন্দ্রবিন্দু হলো ‘মুজিব পূজা’ ও ‘মুক্তিযুদ্ধ পূজা’— যা ব্যবহার করে জনগণকে দমন, দেশ লুটপাট এবং নাগরিকদের বিভাজন করা হয়েছে। তার ভাষায়, এটি ছিল একবিংশ শতাব্দীর ‘জমিদারত্ব’, যা গণতন্ত্রের মুখোশ পরে এসেছে।

নাহিদ ইসলাম আরও দাবি করেন, আওয়ামী লীগ দীর্ঘ কয়েক দশক ধরে বাংলাদেশকে নিজেদের পৈতৃক সম্পত্তি মনে করে শাসন করেছে এবং শেখ মুজিবের নামে সব দুর্নীতি ও দমন-পীড়নকে বৈধতা দিয়েছে। তিনি বলেন, ২০২৪ সালের জনগণের অভ্যুত্থান এই ‘জমিদার তন্ত্র’ ভেঙে দিয়েছে।

তার মতে, ‘জাতির পিতা’ উপাধি ইতিহাস নয়, বরং আওয়ামী লীগের তৈরি একটি ফ্যাসিস্ট হাতিয়ার, যা মতপ্রকাশের স্বাধীনতা দমন এবং রাষ্ট্রের একচ্ছত্র নিয়ন্ত্রণ বজায় রাখতে ব্যবহার হয়েছে।

এনসিপি আহ্বায়ক আরও বলেন, ‘মুজিববাদ’ হলো বিভাজন, ফ্যাসিবাদ, গুম, খুন, ধর্ষণ, মানবাধিকার লঙ্ঘন, জাতীয় সম্পদের লুটপাট ও পাচারের আদর্শ। তিনি এটিকে ইসলামবিদ্বেষ, সাম্প্রদায়িকতা ও সংখ্যালঘুদের জমি দখলের নীতি এবং জাতীয় সার্বভৌমত্ব বিদেশি শক্তির হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া হিসেবে উল্লেখ করেন।

পোস্টের শেষ অংশে তিনি লেখেন, “বাংলাদেশ কারো একার সম্পত্তি নয়—এটি জনগণের প্রজাতন্ত্র। আমাদের সংগ্রাম একটি সার্বভৌম, গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের জন্য, যেখানে কোনো দল, পরিবার বা নেতা জনগণেদ্রব উর্ধ্বে নয়।


advertisement image

Leave Your Comments